ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

১২০ ভালো সংগ্রহ বলছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, মার্চ ৬, ২০১৬
১২০ ভালো সংগ্রহ বলছেন মাহমুদুল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালানো ‘বড় ম্যাচের ক্রিকেটার খ্যাত’ টাইগার মাহমুদুল্লাহ রিয়াদ স্কোর বোর্ডের ১২০ রানকে ভালো সংগ্রহ বলেছেন।

দায়িত্বপূর্ণ ব্যাটিং শেষে ড্রেসিং রুমে ফেরার পথে ভাষ্যকার ব্যাটিংয়ের বিষয়ে জানতে চাইলে এমন প্রতিক্রিয়াই ব্যক্ত করেন রিয়াদ।



স্কোরবোর্ডে আরো ১০ রান যোগ হলে ভালো হতো বলেও এসময় উল্লেখ করেন রিয়াদ।

টাইগারদের হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে দুই বাউন্ডার ও দুই ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৫৩ স্ট্রাইক রেটে ৩৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৪তম ওভারে হারদিক পান্ডেকে তুলোধুনো করে তুলে নেন ২১ রান।

মূলত তার রানের ওপর ভর করেই লড়াকু সংগ্রহ করে টাইগাররা।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
জেডএস

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।