ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টেইনের চোখ তিন ফরমেটেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
স্টেইনের চোখ তিন ফরমেটেই ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলারদের মধ্যে একজন ডেল স্টেইন। ভবিষ্যৎ ও ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার ‘গতিদানব’।

টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন না বলেই নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী এ পেসার।

গত এক দশকে তিন ফরমেটেই প্রোটিয়াদের পেস বোলিং ডিপার্টমেন্টের আস্থার প্রতিদান দিয়ে আসছেন স্টেইন। কিন্তু গত ৯ মাস ধরে ইনজুরি সমস্যার সঙ্গে যুদ্ধ করছেন প্রতিশ্রুতিশীল এ অভিজ্ঞ বোলার।

গত সপ্তাহে টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়ার স্বার্থে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেন শ্রীলঙ্কান স্পিন তারকা রঙ্গনা হেরাথ। অতীতে রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের মতো সাবেক ক্রিকেটারাও এ পথে হেঁটেছিলেন।

তবে কোনো ফরমেট থেকেই সরে দাঁড়ানোর কথা ভাবছেন না স্টেইন। বরং আরো বেশ কয়েক বছর দাপটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে চান তিনি। এ বিষয়ে স্টেইনের ভাষ্য, ‘যখন কেউ ক্যারিয়ারের শেষদিকে চলে আসে তখন মানুষ বলতে শুরু করে, কোনো এক ফরমেট থেকে অবসর নেওয়া উচিৎ। আমি ভিন্ন কিছুতে চোখ রাখছি; সব ফরমেটেই খেলে যেতে চাই। ’

প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত ৮২ টেস্টে ৪০৬টি উইকেট নিয়েছেন স্টেইন। ওয়ানডেতে ১১২ ম্যাচে ১৭৫টি আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে তার উইকেট সংখ্যা ৪২ ম্যাচে ৫৮।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।