ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুস্তাফিজের হাফ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, মে ১৫, ২০১৬
মুস্তাফিজের হাফ সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: গত বছরের এপ্রিলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান একটি দারুণ মাইলফলক স্পর্শ করেছেন। এক বছরে তিনি উইকেট শিকারের দিক দিয়ে অর্ধশতক করেছেন।

 

গত বছরের ২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজের।

 

রোববার (১৫ মে) আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের ‘হাফ সেঞ্চুরি’ স্পর্শ করেন মুস্তাফিজ।

পাঞ্জাবের অধিনায়ক মুরালি বিজয়কে সাজঘরে ফিরিয়ে দিয়ে মুস্তাফিজ এই মাইলফলক স্পর্শ করেন। পাকিস্তানের শহিদ আফ্রিদি ছিলেন মুস্তাফিজের প্রথম শিকার।

টি-টোয়েন্টি ফরমেটে জাতীয় দলের জার্সিগায়ে ১৩ ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন ২২টি উইকেট। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়েছিলেন আরও ১৪টি উইকেট। আর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪টি নিয়ে ছুঁলেন উইকেটে ‘হাফ সেঞ্চুরি’।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ