ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

নাইম-নুরুলের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, মে ১৬, ২০১৬
নাইম-নুরুলের সেঞ্চুরি

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন ভিন্ন দুই ভেন্যুতে ব্যাট হাতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন নাইম ইসলাম ও নুরুল হাসান সোহান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নাইমের সেঞ্চুরিতে শুরুর চাপ কাটিয়ে ভালো অবস্থানে আছে মুশফিকুর রহিমের মোহামেডান।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি নাইমের পঞ্চম সেঞ্চুরি। ১৪৬ বলে ১০টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ন করেন এ ডানহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান। পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।  

বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রাইম ব্যাংকের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে প্রাইম ব্যাংক।

১০৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সেঞ্চুরি পূর্ন করেন খুলনার এ ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে নুরুল হাসানের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৩ রান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ