ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের নতুন স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
প্রোটিয়াদের নতুন স্পন্সর স্ট্যান্ডার্ড ব্যাংক ছবি:সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পুরুষ দলের নতুন স্পন্সর হিসেবে চার বছরের চুক্তি করলো স্ট্যান্ডার্ড ব্যাংক। দলটির তিন ফরম্যাটের ক্রিকেটেই চুক্তি হয়েছে প্রতিষ্ঠানটির।

ফলে আগের স্পন্সর ক্যাসেল লার্জার ও ব্লু লেবেন টেলিকমের সঙ্গে ইতি টানছে যাচ্ছে প্রোটিয়ারা। তবে কোম্পানি দুটি অন্য কোন বিভাগে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।

এর আগে স্ট্যান্ডার্ড ব্যাংক দ.আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ১৪ বছর কাটিয়েছিলো। যা ২০১১ সালে শেষ হয়। তবে প্রতিষ্ঠানটি সে সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অ্যাকাডেমি, স্কুল প্রোগ্রাম ও অনূর্ধ্ব-১৩ দলের স্পন্সর হিসেবে কাজ করেছিলো।

এদিকে চলমান বছরই স্ট্যান্ডার্ড ব্যাংক দেশটির দুটি বড় ফুটবল ক্লাব কাইজার চীফস ও ওরল্যান্ডো পাইরেটসের সঙ্গে সম্পর্ক শেষ করে। এ ব্যাপারে প্রোটিয়ার এক মুখপাত্র জানান, তারা স্ট্যান্ডার্ড ব্যাংকের সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি করতে পারায় আনন্দিত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।