ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

রোমাঞ্চ জাগিয়েও হেরে গেল গাজী গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, মে ১৯, ২০১৬
রোমাঞ্চ জাগিয়েও হেরে গেল গাজী গ্রুপ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১০ রান। হাতে রয়েছে শেষ উইকেট।

তবে ছয় রানের বেশি করতে পারলো না গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর চার রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ফলে আগের দিনে মোহাম্মদ শরীফের দুর্দান্ত হ্যাটট্রিকটি বৃথাই গেল।

ঢাকা প্রিমিয়ার লিগে শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ মে) বৃষ্টির কারণে রিজার্ভ ডে’র ম্যাচে আবারও মাঠে নামে জামাল ও গাজী গ্রুপ। আগের দিনের ১৬.১ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৩ রান করা অলক কাপালির দল শেষ পর্যন্ত ৩৭.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়।

দলের হয়ে ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার আনামুল হক ও ফরহাদ হোসেন। তবে শেষ দিকে ফারুক হোসেন ২৩ বলে দুই ছক্কায় ২২ রান করলেও দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি। জামালের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মুকতার আলী। আর দুটি করে উইকেট শিকার করেন আরাফাত সানী ও ওয়াহিদুল আলম।

এর আগের দিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ শরীফের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ৩৮ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে শেখ জামাল। বৃষ্টির কারণে ম্যাচ ১২ ওভার কমানো হয়। ওপেনার আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৯ রান।

 চলতি প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পান শরীফ। তিনি আট ওভারে ৪৩ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। এছাড়া দুটি উইকেট পান সাইদ আনোয়ার জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ