ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

ছিটকে পড়লেন মুস্তাফিজ সতীর্থ নেহারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, মে ১৯, ২০১৬
ছিটকে পড়লেন মুস্তাফিজ সতীর্থ নেহারা ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএল শিরোপার অন্যতম দাবিদার সানরাইজার্স হায়দ্রাবাদের অভিজ্ঞ পেসার আশিষ নেহারা এবারের আসর থেকে ছিটকে পড়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ক্লাব সতীর্থ নেহারা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বলে নিশ্চিত করেছে দলটি।

 

৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই পেসার আইপিএলের এই আসরের শুরুর দিকে ইনজুরিতে পড়ে বেশ কয়েকটি ম্যাচে ছিটকে পড়েছিলেন। এরপর আবারো কামব্যাক করলেও পুরোনো ইনজুরি তাকে একেবারেই রেহাই দেয়নি।

হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার মুস্তাফিজের সঙ্গে আট ম্যাচ খেলেছেন। ৭.৬৫ ইকোনমি রেটে ২২.১১ গড়ে নয়টি উইকেটও নেন তিনি।

গত ১৫ মে নেহারা হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেছিলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে হ্যামেস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। হায়দ্রাবাদ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, নেহারা আপাতত দলের বাইরে থাকবেন। এবারের আসরের আর কোনো ম্যাচেই তাকে মাঠে নামানো যাবে না। একজন স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেহারার বদলি হিসেবে বাকি ম্যাচগুলোতে দেখা যেতে পারে বাঁ-হাতি পেসার বারিন্দ্রার স্রানকে। এছাড়া, দলের পেস আক্রমণে যথারীতি থাকছেন ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ