ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমের পর অভিষেক হলো মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, জুলাই ২২, ২০১৬
সাকিব-তামিমের পর অভিষেক হলো মোস্তাফিজের ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পিএসএল, ভারতের আইপিএলের পর ক্রিকেটের জনক ইংল্যান্ডেও খেলার সুযোগ পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে, আইপিএলের আসরে শিরোপা জেতা এই বিস্ময়বালক খেলতে পারলেও পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে ইনজুরির কারণে খেলতে পারেননি।

এবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে অভিষেক ঘটলো এই কাটার মাস্টারের।

ইংল্যান্ডের প্রাচীনতম কাউন্টি দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর চেমসফোর্ডে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া এসেক্স ইগলসের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের অভিষেক ঘটে ইংল্যান্ডের মাটিতে।

মোস্তাফিজ তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে, ঐতিহ্যবাহী এই দলটিতে নাম লেখানো বাংলাদেশের প্রথম ক্রিকেটার মোস্তাফিজ। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।

ঠিক এক বছর আগে (২১ জুলাই, ২০১৫) চট্টগ্রামে এই দিনে টেস্ট অভিষেক হয়েছিল মোস্তাফিজের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই টেস্টে ৪ উইকেট নিয়ে অভিষেকটা মন্দ করেননি এই বাঁহাতি পেসার। ভারতের ঘরোয়া লিগ তথা ক্রিকেট বিশ্বের সবথেকে জমজমাট আসর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ঘটেছিল মোস্তাফিজের।

জাতীয় দলে অভিষেকের পরই বাংলাদেশের হয়ে মুস্তাফিজ উপহার দিয়ে চলেছেন রঙিন সব মুহূর্ত। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই তরুণের। ওয়ানডে অভিষেকে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। পরে বিশ্ব রেকর্ডও গড়েন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়ে।

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েও বাজিমাত করেছেন। আইপিএলের নিলামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটের বিস্ময় মোস্তাফিজকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই বেঙ্গালুরুর বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নামেন মোস্তাফিজ। ১ কোটি ৪০ লাখ রুপিতে (২ লাখ ৮ হাজার ডলার) মোস্তাফিজকে নেয় হায়দ্রাবাদ। ষষ্ঠ বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ভারতের এই ক্রিকেট লিগ খেলতে মাঠে নামেন তিনি। এর আগে আইপিএলে আবদুর রাজ্জাক, মাশরাফি, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও সাকিব আল হাসান ডাক পান। আইপিএলের অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন কাটার মাস্টার।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।