ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপ্রতিরোধ্য কোহলির দুর্দান্ত শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
অপ্রতিরোধ্য কোহলির দুর্দান্ত শতক ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি সফরকারী ভারতের। টিম ইন্ডিয়ার দলপতি বিরাট কোহলির অপ্রতিরোধ্য শতক আর ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৪ উেইকেট হারিয়ে সফরকারীরা ৩০২ রান সংগ্রহ করেছে।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ওপেনার মুরালি বিজয় (৭) আর ৭৪ রানে চেতশ্বর পুজারা (১৬) ফিরে গেলে জুটি গড়েন আরেক ওপেনার ধাওয়ান এবং দলপতি কোহলি। স্কোরবোর্ডে আরও ১০৫ রান যোগ করে ধাওয়ান ফিরলেও অপরাজিত থাকেন কোহলি।

ধাওয়ান ১৪৭ বল মোকাবেলা করে ৮৪ রান করে বিদায় নেন। আর কোহলি অপরাজিত আছেন ১৪৩ রান করে। তার ১৯৭ বলের ইনিংসে রয়েছে ১৬টি বাউন্ডারির মার। আজিঙ্কা রাহানে ২২ রান করে বিদায় নেন। অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থাকেন ২২ রান নিয়ে।

ক্যারিয়ারে এটি কোহলির ১২তম টেস্ট শতক।

ক্যারিবীয়দের হয়ে তিনটি উইকেট দখল করেন দেবেন্দ্র বিশু। এছাড়া, একটি উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, জুলাই ২২,  ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।