ঢাকা: অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
এর কারণ হিসেবে তামিম উল্ল্যেখ করেন, ‘আমি যাদের সঙ্গে ভালো খেলেছি এবারও তাদের বিপক্ষে ভালো খেলবো এমন কোনো কিছু না। আমি যেটা সবসময়ই বলি ইংল্যান্ডের বিপক্ষে রান করা সবসময়ই চ্যালেঞ্জ। ওদের বেশ কিছু কোয়ালিটি বোলার আছে। ওদের বিপক্ষে রান করতে হলে আমার বেস্ট ক্রিকেট খেলতে হবে । আর আগে রান করেছি বলেই এখন রান করে ফেলবো এমন কিছুনা, হয়তো ইকুয়েলি আমাকে আরও বেশি কষ্ট করতে হবে। যদি আমি আমার প্রসেস ঠিক রাখি, আমার মাইন্ডসেট ঠিক রাখি তাহলে আমার সফল হওয়ার সুযোগ থাকবে। ’
ওপেনিংয়ে তামিম বেশ কয়েকবছর ধরেই নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। তবে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে কেউই তেমন সফল হতে পারেননি। প্রায় ১০ বছরের ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তামিমকে ব্যাট করতে হয়েছে ১৫ জন ওপেনারের সঙ্গে। ভরসা করার মতো সঙ্গী এতদিনে না মেলার পরও আফসোস নেই তামিমের। বরং বাস্তবতাকেই সামনে আনলেন এ টাইগার ওপেনার, ‘যারাই এখন ওপেন করছে তারা সবাই এখন নবীন। আমি প্রায় দশ বছর ধরে জাতীয় দলে খেলছি, ওরা হয়তো এক দুই বছর ধরে খেলছে, তো ওদেরকে আরও সময় দেওয়া উচিত। কারণ আন্তর্জাতিক ক্রিকেট খুব একটা সহজ জায়গা না। হয়তো আপনি সাথে সাথেই সাফল্য পেতে পারেন, কিন্তু যখন আপনাকে নিয়ে ওয়ার্কআউট করা হবে তখন আপনার জন্য কঠিন হয়ে যায়। তো ওই খেলোয়াড়কে সময় দেওয়া উচিত যাতে আরও উন্নতি করে বাংলাদেশকে সার্ভিস দিতে পারে। এক বছর বা দুই বছর পর যখন ওরা পারর্ফম করা শুরু করবে তখন ওরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। ’
তামিমের ক্যারিয়ার প্রায় ১০ বছর হলেও সে অনুপাতে ম্যাচ খেলার সুযোগ পাননি। বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানদের দিকে তাকালে আফসোসই হয় তামিমের। তবে হতাশ নন তামিম। বিশ্বাস রাখেন বাংলাদেশ টেস্টে ভালো করলে ম্যাচ খেলার সুযোগও বাড়বে, ‘একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে টেস্ট ম্যাচ খেলবে, তার সঙ্গে এটাও স্বপ্ন থাকে একশ’টা টেস্ট ম্যাচ খেলবে তার দেশের জন্য। আমি যখন টেস্ট ম্যাচ খেলা শুরু করি, আমার সাথে যে শুরু করেছে দেখেবেন তার আশি-নব্বইটা টেস্ট ম্যাচ হয়ে গেছে। যেখানে আমার চল্লিশটা। এখানে একটু খারাপ লাগে যদি আমি আরও বেশি টেস্ট খেলতাম তাহলে আমার রান আরও বেশি থাকতো। অন্যরা আমার যারা সতীর্থ আছে তাদেরও অনেক বেশি সাফল্য থাকতো। আমি সবসময় বলি এটা আমাদের হাতে না। এটা আমরা বদলাতে পারি আমাদের পারফরম্যান্স দিয়ে। আমরা যদি ভালো খেলি, আমরা যদি আরও ম্যাচ জিতি, আমরা যদি টেস্ট ম্যাচ ভালো খেলি তখন হয়তো আরও বড় বড় দল আমাদের সঙ্গে খেলতে আগ্রহী হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২৭ জুলাই, ২০১৬
এসকে/এমএমএস