ঢাকা: ইংল্যান্ড সফরে গিয়ে দুর্দান্তভাবে লর্ডস টেস্ট জিতে যেন আকাশে উড়ছিল পাকিস্তান। তবে, পরের ম্যাচেই একেবারে আকাশ থেকে মাটিতে পড়ে মিসবাহ উল হকের দলটি।
এমন বাজে পরফরমেন্সের পরও দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক হতাশ নন। দেশটির সাবেক অধিনায়ক-কিংবদন্তি এই ব্যাটসম্যান দলের পাশেই দাঁড়িয়েছেন।
ইনজামাম জানান, ‘প্রথম টেস্টে দলের দুর্দান্ত পারফর্মে আমি খুশি। ছিক একইভাবে হতাশ নই দ্বিতীয় টেস্টে হেরে বসায়। কারণ, দেশের বাইরে সফরে গিয়ে আমার দলটি তাদের সেরাটা দেখাতে পেরেছে। তারা প্রমাণ করেছে জয়ের জন্য তাদের ক্ষমতা রয়েছে। প্রতিপক্ষের মাঠে আর বিদেশের কন্ডিশনে আমার দলটি জিততে পারে। এটাই বড় কিছু। ’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় টেস্টে দলের ব্যাটিং দেখে ভয়ের কিছু নেই। আমরা হয়তো সেই টেস্টে খুব খারাপ ব্যাটিং করেছি। ইংল্যান্ড নিজেদের গতিতেই ফিরে এসেছে। তবে আমি মনে করি, এখান থেকে আমাদের ব্যাটসম্যানরা একটা শিক্ষা নিয়েছে যেটা ভবিষ্যতে কাজে লাগবে। তাদের উন্নতি চোখে পড়ার মতো। অনেক তরুণ আছে যারা এর আগে ইংল্যান্ডের কন্ডিশনে খেলেনি। তাদের উপরও আমার বিশ্বাস আছে। ’
ইংলিশ কন্ডিশনে তৃতীয় টেস্টে দল ঘুরে দাঁড়াবে জানিয়ে ইনজামাম বলেন, ‘ঘরের মাঠে বা আরব আমিরাতে আমরা প্রতিটি বল খেলার চেষ্টা করি। কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে সঠিক শট খেলার ব্যাটসম্যানদের বুঝতে হয় কোনটি সে মারবে আর কোনটি সে ছেড়ে দেবে। আমার ব্যাটসম্যানরা নিজেদের টেকনিকে যথেষ্ট ভালো করেছে। তাই তাদের কোনোরকম দোষারোপ করার কারণ নেই। ’
দুই ম্যাচ শেষে ১-১ সমতায় পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। আগামী ০৩ আগস্ট বার্র্মিংহামে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি