ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আগামী সপ্তাহেই যোগ দেবেন পেস বোলিং কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
আগামী সপ্তাহেই যোগ দেবেন পেস বোলিং কোচ

ঢাকা: বাংলাদেশের নতুন পেস বোলিং কোচের ব্যাপারে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে চলছে বিসিবি। কোচের অনুরোধেই তার নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

নাম প্রকাশ না করলেও তিনি জানিয়েছেন সেপ্টেম্বরের ১ কিংবা ২ তারিখের মধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ।

শনিবার (২৭ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করবো আজকের মধ্যে নতুন কোচের নাম জানাতে। সেটি সম্ভব না হলে দুই-একদিনের মধ্যেই জানানো হবে। সেপ্টেম্বরের ০১ কিংবা ০২ তারিখের মধ্যে নতুন কোচকে পাওয়া যাবে। ’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কে হচ্ছেন-এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। হিথ স্ট্রিক চলে যাওয়ার পর পেস বোলিং কোচ হিসেবে একেক সময় আলোচনায় এসেছে একেক নাম। অপেক্ষার অবসান ঘটিয়ে মাশরাফিদের নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। আজই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা আসতে পারে নতুন কোচের।

শুরুতে আকিব জাভেদ, চামিন্দা ভাস, চাম্পাকা রামানায়েক, ভেঙ্কাটেশ প্রসাদ- এ নামগুলো শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে অন্য তিনটি নতুন নাম-কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।