ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, মে ৩, ২০২৫
র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড বাংলাদেশ নারী ক্রিকেট দল/সংগৃহীত ছবি

আইসিসি নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক র‍্যাংকিং আপডেট প্রকাশ করেছে শুক্রবার। যেখানে বড় উত্থান ঘটেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের, আর বাংলাদেশ পিছিয়ে পড়েছে একধাপ।

বাংলাদেশকে পেছনে ফেলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০।

আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র‍্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮-এ নেমে গেছে।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে, যা ভবিষ্যতে শীর্ষ দশে প্রবেশের জন্য তাদের অবস্থানকে আরও মজবুত করেছে।

র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আগের মতোই অস্ট্রেলিয়া, যারা ২৯৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে।

শীর্ষ আট দলে কোনো অবস্থান পরিবর্তন হয়নি, তবে নিউজিল্যান্ড ২ পয়েন্ট বৃদ্ধি করে ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের (২৬০) খুব কাছাকাছি চলে এসেছে।

এছাড়া চারটি দল – মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা – প্রয়োজনীয় সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় র‍্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে।

ওয়ানডে স্ট্যাটাসের ক্ষেত্রে ইউএই (ইউএই) জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবর্তে। নতুন চক্রে (২০২৫-২০২৯) পাঁচটি সহযোগী দেশ ওয়ানডে মর্যাদা পেয়েছে—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস এবং ইউএই।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।