ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে পুরোপুরি স্বস্তি পাচ্ছি: কুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
অবশেষে পুরোপুরি স্বস্তি পাচ্ছি: কুক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন থেকেই উইকেট আর বল যা বৈচিত্রতা দেখালো তাবৎ ক্রিকেটবোদ্ধাই ভাবেননি ম্যাচের ফলাফল পেতে অপেক্ষায় থাকতে হবে পঞ্চমদিন পর্যন্ত। স্বয়ং ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও ভাবেননি ম্যাচটা পঞ্চমদিন পর্যন্ত গড়াবে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ড অধিনায়ক সরাসরিই বলে দিলেন, ‘ম্যাচের প্রথমদিনের প্রথম সেশন দেখার পর আমি ভাবিনি ম্যাচটা পঞ্চম দিন পর্যন্ত যাবে। ’

তবে যাই হোক এই উত্তাপের ম্যাচ জেতায় হাফ ছেড়ে বেঁচেছেন জানিয়ে কুক বললেন, ‘অবশেষে আমি পুরোপুরি স্বস্তি পাচ্ছি। ’

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নিতে না পারাটাই এই ম্যাচের ভবিষ্যত গড়ে দিয়েছিল মন্তব্য করেন ইংলিশ অধিনায়ক, ‘তৃতীয় দিন শেষে ওদের পাঁচ উইকেট ছিল। তারা যদি ৭০-৮০ রানের লিড নিত তাহলে কঠিন হয়ে যেত আমাদের। যাই হোক আমাদের সে পরিস্থিতিতে পড়তে হয়নি। উল্টো আমরাই লিড পেয়েছিলাম। এটাই এ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ’

এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন সে কথা মনে করিয়ে দিয়ে কুক জানান, ‘ব্যাটিংয়ে আমাদের সবাই পারফরম্যান্স করতে পারেনি তা ঠিক। অনেকেই খুব ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি আমাদের বোলাররা বাংলাদেশের ২০ উইকেট তুলে নিতে পেরেছে। ’

চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টে দলে কয়েকটি পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন কুক, ‘কিছু পরিবর্তন আসতে পারে। কারণ আমরা যদি একটি ট্যুরে একটা দল নিয়েই খেলি তাহলে আমার দলে যারা একেবারেই নতুন তারা এই পরিস্থিতিতে কিভাবে খেলবে তা শেখার সুযোগ পাবে না। তাই আমি মনে করছি কিছু পরিবর্তন আসতেই পারে দলে। ’

সকালে বোলিংয়ে এসে কি মনে হয়েছে, এমন প্রশ্নে ইংলিশ অধিনায়কের বক্তব্য, ‘গত রাতে আমি নিজেকে প্রচুর সময় দিয়েছি। কিছু কিছু বিষয় নিজের মাথায় তুলে নিয়েছি। সে হিসেবে সকালে নতুন বল পেসারদের হাতে বল তুলে দেই। ’

কুক কথা বলেছেন তাইজুলের রিভিউ নেওয়ার বিষয়েও। কারণ তাইজুলকে এলবি’র আবেদনে ফিল্ড আম্পায়ার সাড়া না দিলেও রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প ক্রস করেছে। যার ফলে পরবর্তীতে আউট দেন আম্পায়ার।

এ নিয়ে কুক জানান, ‘রিভিউ নেওয়ার বিষয়টি নিয়ে আমি স্টোকসের সঙ্গে আলাপ করেছি। সে বলেছে বলটি ইনসুইং করবে না। এটা লাইনের মধ্যেই আছে এবং সে আউটের বিষয়ে একদম নিশ্চিত ছিল। তাই রিভিউ নেওয়া। ’

ম্যান অব দ্য ম্যাচ বেন স্টোকসের বিষয়ে কুক জানান, সে এমনই একজন খেলোয়াড় যাকে প্রত্যেকটা দলই চাইবে। সে আমার দলকে ভারসম্য এনে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।