ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিং পরীক্ষা দিতে প্রস্তুত হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বোলিং পরীক্ষা দিতে প্রস্তুত হাফিজ মোহাম্মদ হাফিজ-ছবি:সংগৃহীত

ঢাকা: আইসিসি’র কাছে নিজের বোলিং পরীক্ষা দিতে প্রস্তুত পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট এমনটিই জানিয়েছেন তারকা এ ক্রিকেটার।

এ প্রসঙ্গে হাফিজ জানান, ‘আমি আরও আগেই পরীক্ষা দিতে রাজি ছিলাম, তবে হাঁটুর ইনজুরির কারণে পিছিয়ে যাই। এখন আমি পুরোপুরি সুস্থ। আর এ ব্যাপারটি পিসিবি’র কাছেও জানিয়েছি। ’

হাফিজ বর্তমানে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একজন। যেখানে তিনি এখন পর্যন্ত ৫০ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ৭৭টি টি-টোয়েন্টি খেলেছেন।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে হাফিজের বোলিং প্রশ্নবিদ্ধ হয়। আর ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার তার বোলিং আম্পায়ারদের সন্দেহে পড়লে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।