ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিসেম্বরের আগে অ্যান্ডারসনকে পাচ্ছে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ডিসেম্বরের আগে অ্যান্ডারসনকে পাচ্ছে না ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরিটা বেশ ভোগাচ্ছে জেমস অ্যান্ডারসনকে। বাংলাদেশ সফর মিস করেছেন।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসের শুরুতেই ভারতে উড়াল দেবে ইংল্যান্ড দল। কিন্তু টেস্ট ও ওয়ানডেতে দলের সর্বোচ্চ উইকেটশিকারিকে নিয়ে ইংলিশদের উদ্বেগ যেন কাটছেই না! টিম ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিই মিস করতে পারেন অ্যান্ডারসন।

অ্যান্ডারসনকে ছাড়াই পাঁচটি টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল ইংলিশ টিম ম্যানেজমেন্ট। যা এখনো অপরিবর্তিত। এই দলটিই এখন বাংলাদেশে অবস্থান করছে।

অধিনায়ক অ্যালিস্টার কুক ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, রাজকোট টেস্ট (সিরিজের প্রথম) মিস করবেন অ্যান্ডাসন। তবে জানা গেছে, ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় মুম্বাই টেস্টই (চতুর্থ) নাকি তার দ্রুত প্রত্যাবর্তন হবে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগে দলের সেরা পেসারকে পাচ্ছে না ইংলিশরা।

ইংল্যান্ডের জার্সিতে ১১৯ টেস্টে ৪৬৩ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী অ্যান্ডারসন। আর ১৯৪ ওয়ানডেতে এ অভিজ্ঞ পেসারের দখলে ২৬৯। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ১৯টি। উইকেট সংখ্যা ১৮। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটকে বিদায় বলেছেন তাও প্রায় সাত বছর হয়ে গেছে।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) শেষে ভারত সফরে যাবে ইংলিশরা। রাজকোটে আগামী ৯ নভেম্বর প্রথম টেস্টে কোহলিদের মুখোমুখি হবে সফরকারীরা। বাকি চারটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৭, ২৬ নভেম্বর, ৮ ও ১৬ ডিসেম্বর। টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে দু’দল।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।