ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দল থেকে বাদ পড়লেন স্যামুয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
দল থেকে বাদ পড়লেন স্যামুয়েলস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: শারজায় পাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার পেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেন ডোরিচ। তাকে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ‍মারলন স্যামুয়েলস।

আটটি টেস্ট খেলা ডোরিচের এখনো সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি। শারজা টেস্টে তার দুর্দান্ত পারফরম্যান্সই নজর কেড়েছে নির্বাচকদের। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৭ ও ৬০ (অপ.)। তবে সব অালো কেড়ে নেন ম্যাচ সেরা ক্রেইগ ব্রাথওয়েট। দুই ইনিংসেই (১৪২ ও ৬০) অপরাজিত থাকেন ২৩ বছর বয়সী এ ওপেনার। ডোরিচের সঙ্গে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে পাঁচ উইকেটের জয় এনে দেন তিনি।

এদিকে, ডোরিচ ছাড়াও ১৫ সদস্যে স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার মিগুয়েল কামিন্স। স্যামুয়েলসের সঙ্গে বাদ পড়েছেন উঠতি ফাস্ট বোলার আলজারি জোসেফ। এর আগে ত্রিদেশীয় সিরিজের দল থেকে দুই সিনিয়র খেলোয়াড় দিনেশ রামদিন ও অলরাউন্ডার কাইরন পোলার্ডকে সরিয়ে নেয় ক্যারিবীয় টিম ম্যানেজমেন্ট।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে আগামী ১৪ নভেম্বর (সোমবার) উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লঙ্কানরা। দু’দিন পর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যারিবীয়রা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দু’টি ম্যাচই শুরু বাংলাদেশ সময় দুপুর ১টায়।

ও. ইন্ডিজ স্কোয়াড (অাপডেটেড): জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শেন ডোরিচ, এভিন লুইস, জনসন চার্লস, রোভম্যান পাওয়েল, জোনাথন কার্টার, শাই হোপ, সুলেমান বেন, শ্যানন গ্যাব্রিয়েল, মিগুয়েল কামিন্স, সুনীল নারাইন, অ্যাশলে নার্স।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এমঅারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।