ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নবী আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে গেছে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
‘নবী আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে গেছে’  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। বোলিং করতে এসে চার ওভারে ২৪ রান দিয়ে ড্যারেন স্যামির উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। সঙ্গে তিন তিনটি ক্যাচ। এ থেকেই বুঝা যায় ভাইংকিসের ম্যাচ জয়ে নবীর প্রভাব।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। বোলিং করতে এসে চার ওভারে ২৪ রান দিয়ে ড্যারেন স্যামির উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া।

সঙ্গে তিন তিনটি ক্যাচ। এ থেকেই বুঝা যায় ভাইংকিসের ম্যাচ জয়ে নবীর প্রভাব।

মোহাম্মদ নবীর এর চেয়ে বেশি করার আর কি থাকে? বলতে গেলে তার কাছেই হেরে গেছে রাজশাহী কিংস।

তাই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া রাজশাহী কিংসের অলরাউন্ডার সামিত প্যাটেলের সহজ স্বীকারোক্তি, ‘মোহাম্মদ নবীই ম্যাচটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। সেই মূল ম্যাচ উইনার। ’

দলের হারার পেছনে প্ল্যান অনুযায়ী খেলতে না পারাকে দায়ী করেছেন প্যাটেল। তিনি বলেন, ‘এই ম্যাচটাও জেতার সুযোগ ছিল। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগুচ্ছিলাম। কিন্তু মাঝখানে কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় তা আর হয়ে উঠেনি। ’

সাব্বির আরও কিছুক্ষণ খেলে যেতে পারলে এই ম্যাচটাও জেতা যেত মন্তব্য করে ইংলিশ অলরাউন্ডার জানান, ‘সাব্বির আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইমিং মিস হওয়ায় সে আউট হয়ে যায়। না হলে ভিন্ন কিছুও হতে পারতো। ’

এই ম্যাচে ভুলত্রুটিগুলো শুধরে পরবর্তী ম্যাচে রাজশাহী কিংস আবারও জয়ের ধারায় ফিরবে এমনটাই আশা তার।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।