ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'ক্যাচ মিসেই ম্যাচ হার'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
'ক্যাচ মিসেই ম্যাচ হার'

টানা পাঁচ ম্যাচে হার। এই দৃশ্যপট থেকে বেরোতে একটা ম্যাচ জেতার আকুতি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। চট্টগ্রামের মাটিতে পা দিয়েই এই আকুতির কথা জানিয়েছিলেন তিনি।

চট্টগ্রাম: টানা পাঁচ ম্যাচে হার। এই দৃশ্যপট থেকে বেরোতে একটা ম্যাচ জেতার আকুতি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

চট্টগ্রামের মাটিতে পা দিয়েই এই আকুতির কথা জানিয়েছিলেন তিনি। ১৯ নভেম্বর রাজশাহী কিংসকে উড়িয়ে হারের বৃত্ত থেকে বেরও হয়েছিল মাশরাফির দল। কিন্তু ওখানেই শেষ। আবারও হারের বৃত্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রাম ভাইকিংসের মোহাম্মদ নবীর কাছে স্রেফ উড়ে গেল আরও একটা দল। এবার মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগের মাচে যেখানে ১৫২ করেও ৩২ রানের জয় পেয়েছিল সেখানে এই ম্যাচে ১৮২ করেও হারতে হলো মাশরাফির দলকে।

স্বাভাবিকভাবেই হতাশ মাশরাফি পরে আসলেন না প্রেস কনফারেন্স। পাঠানো হলো সর্বশেষ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞাসা করা হয় এই হারের ফলে আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে গেল না? এমন প্রশ্নে শান্ত বলেন, 'স্বাভাবিকভাবেই ম্যাচ হারলে খারাপ লাগে। '

এত রান করেও হারার কারণ কোনটি? জবাবে শান্ত বলেন, 'বড় স্কোর ছিল। কিন্তু মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের কারণে ম্যাচটা হেরে গেলাম। '

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ২১,২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।