ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাভেদের দৃষ্টিতে হারের কারণ পাওয়ার প্লে’র ব্যর্থতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জাভেদের দৃষ্টিতে হারের কারণ পাওয়ার প্লে’র ব্যর্থতা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিপিএলের শেষ পর্ব শুরু করা রংপুর রাইডার্স ১২ রানে হেরে গেছে রাজশাহী কিংসের কাছে। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ মিঠুনের ৩৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসের পরও ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি তুলতে পারেনি রংপুর।

মিরপুর থেকে: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিপিএলের শেষ পর্ব শুরু করা রংপুর রাইডার্স ১২ রানে হেরে গেছে রাজশাহী কিংসের কাছে। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ মিঠুনের ৩৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসের পরও ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি তুলতে পারেনি রংপুর।

মাঝারি লক্ষ্য টপকাতে গিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৫ রান তোলে রংপুর। দলীয় অর্ধশতক পূর্ণ হয় ৯.১ ওভারে। আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ ১৮ রান নিতে খেলেন ২৬ বল। ২৮ বলে ২৭ রান করে রান আউট হন নাসির জামশেদ।

রংপুরের কোচ জাভেদ ওমর বেলিম হারের কারণ হিসেবে পাওয়ার প্লে’তে রান তুলতে না পারাকেই দায়ী করলেন, ‘খেলাটা ১২০ বলের। মিঠুন কিন্তু উইকেটে শান্ত থেকেই ৩০ বলে ৫০ করেছে। দুর্ভাগ্য আমরা প্রথম ৬ ওভার কাজে লাগাতে পারিনি। যদি আরও ১৫টা রান বেশি করতাম তাহলে মিঠুনের ইনিংসটায় সহজেই জিততে পারতাম। ’

দুই দিনের জন্য দেশে ফিরে যাওয়া শহিদ আফ্রিদি আজ খেলেননি। জাভেদ ওমর মনে করেন আফ্রিদি থাকলে আরও কম রানে আটকে রাখা যেত রাজশাহীকে, ‘প্রথমে আমাদের বোলিং খুব ভালো হচ্ছিলো। কিন্তু শেষ দিকে আমরা সেটি ধরে রাখতে পারিনি। আফ্রিদির চার ওভার বোলিং খুব মিস করেছি। আফ্রিদি থাকলে ওরা আজ ভালো স্কোর পেতনা। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।