ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
খুলনাকে হারিয়ে ফাইনালে রাজশাহী ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিল রাজশাহী কিংস। আগামী নয় ডিসেম্বর শিরোপা নির্ধরণী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে ড্যারেন স্যামি বাহিনী। 

মিরপুর থেকে: খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিল রাজশাহী কিংস। আগামী নয় ডিসেম্বর শিরোপা নির্ধরণী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে ড্যারেন স্যামি বাহিনী।

 

দ্বিতীয় কোয়ালিফায়ারে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাব্বির রহমান। ধীর গতির হলেও কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। ৫২ বলে দুই চার ও এক ছয়ে ৪৩ রানে অপরাজিত থাকেন সাব্বির। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩০ রানে অপরাজিত থ‍াকেন জেমস ফ্রাঙ্কলিন। এর আগে বোলারদের দারুণ বোলিংয়ে স্কোর বড় করতে পারেনি খুলনা।

খুলনা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে তিন উইকেট হারিয়ে ও  চার বল বাকি থাকতে ১২৯ রান করে মাঠ ছাড়ে রাজশাহী।  

১৬তম ওভারে দলীয় শতক আসে রাজশাহীর। ১২তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে এলবিডব্লিউ করে ফেরান মাহমুদুলাহ। দশম ওভারে দলীয় অর্ধশতক আসে রাজশাহীর। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ওপেনার নুরুল হাসানকে ১৪ রানে ফেরান মোশাররফ হোসেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে ব্যক্তিগত দুই রানে মুমিনুল হককে ফেরান কেভিন কুপার।  

রাজশাহী কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধরিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১২৫ রান করেছে খুলনা টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল হক। তিনি ২৯ বলে দুই চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান। রাজশাহী হয়ে সর্বোচ্চ তিন উইকেট পান সামিত প্যাটেল।

দলীয় ১৭ ওভারের চতুর্থ বলে চার রান করা মোশাররফ হোসেনকে আউট করেন ড্যারেন স্যামি। ১৫তম ওভারের তৃতীয় বলে নাঈম ইসলাম জুনিয়রকে শূন্য রানে ফেরান কেসরিক উইলিয়ামস। ১৪ ওভারের প্রথম বলে সামিত প্যাটেল বলে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ (২২)। একই ওভারের পঞ্চম বলে চার রানে আউট হন কেভিন কুপার। ১১তম ওভারে ১২ রান করা বেনি হাওয়েলকে স্যামির ক্যাচে পরিণত করেন সামিত প্যাটেল।   

সপ্তম ওভারে দলীয় অর্ধশতক আসে খুলনার। একই ওভারে ২২ রান করা নিকোলাস পুরানকে ফেরান আফিফ হোসেন। চতুর্থ ওভারে ফরহাদ রেজার বলে নামজুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন শুভাগত হোম (৪)। তৃতীয় ওভারে প্রথম বলে ভুল বোঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন হাসানুজ্জামান (১)। একই ওভারের তৃতীয় বলে আবার রান আউট হন আব্দুল মাজিদ (১১)।  

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।