ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হারিয়ে প্রোটিয়াদের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
লঙ্কানদের হারিয়ে প্রোটিয়াদের লিড ছবি: সংগৃহীত

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথের এই জয়ে প্রোটিয়ারা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে লিড নিয়ে রাখলো।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলপতি এবিডি ভিলিয়ার্স। ব্যাটিংয়ে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে লঙ্কানরা তোলে ১৮১ রান।

জবাবে, ৩৪.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রোটিয়ারা।

শ্রীলঙ্কার হয়ে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন কুশল মেন্ডিস। ২৮ রান করে বিদায় নেন ডি সিলভা। আর ২২ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে।

প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট পান ইমরুন তাহির আর ওয়েন পারনেল।

১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ৩৪ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হাশিম আমলা করেন ৫৭ রান। তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিস ৫৫ আর দলপতি ভিলিয়ার্স ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।