ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ওয়ার্নারের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আইপিএলে ওয়ার্নারের অনন্য রেকর্ড ওয়ার্নারের অনন্য রেকর্ড-ছবি:সংগৃহীত

অনন্য এক মাইলফলকে ডেভিড ওয়ার্নার। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪ হাজার রানের রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক। এলিমিনিটরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলে এমন কীর্তি গড়েন এই অস্ট্রেলিয়ান।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ২০০৯ সালে দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার, এরপর বলতে গেলে ইতিহাস।

১১৪টি ম্যাচ খেলে ওয়ার্নারের মোট রান ৪ হাজার ১৪ রান, যেখানে তার গড় ৪০.৫৪। আইপিএলে সর্বাধিক সেঞ্চুলি ও হাফসেঞ্চুরির মালিকও তিনি। তার ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি।

তবে বিদেশিদের মধ্যে ৪ হাজার রানের মাইলফলকে ওয়ার্নার প্রথম হলেও, ভারতীয় হিসেবে ইতোমধ্যে রেকর্ডটি টপকেছেন সুরেশ রায়না (৪৫৪০), বিরাট কোহলি (৪৪১৮), রোহিত শর্মা (৪১৫৭) ও গৌতম গম্ভির (৪০৮৮)।

বিদেশিদের মধ্যে ওয়ার্নারের পরেই আছেন ক্রিস গেইল (৩৬২৬) ও এবি ডিভিলিয়ার্স (৩৪৭৩)।

এদিকে নিজে রেকর্ড গড়লেও জয় পায়নি ওয়ার্নারের দল হায়দ্রাবাদ। বৃষ্টি আইনে কলকাতা তাদের হারায় ৭ উইকেটে। আর এই হারের ফলে আসর থেকে বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ১৮ মে, ২০১৭ 
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।