ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আশা ছাড়ছে না বাংলাদেশ, জাকের বললেন ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, সেপ্টেম্বর ১৪, ২০২৫
আশা ছাড়ছে না বাংলাদেশ, জাকের বললেন ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি’ জাকের আলী ও শামীম পাটোয়ারী/সংগৃহীত ছবি

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় বলে জানিয়েছেন ব্যাটার জাকের আলী। টপ-অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ মাত্র ১৩৯ রান তুলতে পারে।

শ্রীলঙ্কা সহজেই ছয় উইকেট হাতে রেখে মাত্র ১৪.৪ ওভারে লক্ষ্য পূরণ করে ফেলে।

বাংলাদেশের ইনিংস শুরুতেই ধসে পড়ে। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো প্রথম দুই উইকেট শূন্য রানে হারায় তারা। এরপর মিডল-অর্ডারও সংগ্রাম করে, ৫৩ রানে ৫ উইকেট হারায় দল। শেষ পর্যন্ত জাকের আলী ৪১* এবং শামীম পাটোয়ারি ৪২ রান করে জুটি গড়লেও সেটি প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে জাকের বলেন, ‘আমাদের ওপেনার ও তিন নম্বর ব্যাটার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্বশীলভাবে খেলতে হবে। পাওয়ার প্লেতে প্রতি বলেই চার-ছয়ের চেষ্টা করার দরকার নেই। স্ট্রাইক রোটেট করে খেলা উচিত। পরিকল্পনা অনুযায়ী ও মনোযোগী হয়ে খেললে ফল ভালো হবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে খারাপ ব্যাটিং করেছি। কেবল আমি বা শামীম রান করেছি মানে এই নয় যে আমরা ভালো খেলেছি। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ’

জাকের জানান, বাতাসও বড় ভূমিকা রাখে। দুই দিকেই সহজে রান করা যায় না। তাই একপাশে মনোযোগ দিয়ে খেলার পরামর্শ দেন তিনি।

তবে এই হারের পরও আশা ছাড়তে নারাজ জাকের, ‘আমরা শুধু ম্যাচ খেলার জন্য আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। একটি ম্যাচ হারলেই আশা হারানো যায় না। পরের ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব। ’

এখনও বাংলাদেশের সামনে সুযোগ আছে। শ্রীলঙ্কা যদি হংকংকে হারায় এবং বাংলাদেশও আফগানিস্তানকে হারায়, তবে টাইগাররা পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।