ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সঙ্গে ব্যবধান বাড়ালো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৮, ২০১৭
টাইগারদের সঙ্গে ব্যবধান বাড়ালো ক্যারিবীয়রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ হালনাগাদ করা এই র‌্যাংকিংয়ে টেস্টে বাংলাদেশের চেয়ে আরেকটু এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে, ওয়ানডেতে টাইগারদের পেছনেই রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ।

এবারের হালনাগাদে ২০১৩-১৪ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় রাখা হয়নি। ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় থেকেছে ৫০ শতাংশ।

সবশেষ প্রকাশিত এই তালিকায় শীর্ষে টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ১২৩ রেটিং নিয়ে এক নম্বরে বিরাট কোহলির দল। আর ১১৭ রেটিং নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ১০০ রেটিং নিয়ে তিন নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

৯৯ রেটিং নিয়ে শীর্ষ চারে রয়েছে ইংলিশরা। ২ রেটিং কম নিয়ে পাঁচ নম্বরে নিউজিল্যান্ড। আর পাকিস্তান ছয় নম্বরে থেকে অর্জন করেছে ৯৩ রেটিং পয়েন্ট। সাত নম্বরে থাকা এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার সংগ্রহ ৯১ রেটিং পয়েন্ট।

এদিকে, আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর নয় নম্বরে বাংলাদেশ। ক্যারিবীয়ানরা ২৬ টেস্ট খেলে নামের পাশে অর্জন করেছে ৭৫ রেটিং পয়েন্ট। আর ১৭ ম্যাচ খেলে মুশফিকদের অর্জন ৬৯ রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ভালো খেলার ফলে টাইগারদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুশফিকের দলের থেকে ৬ রেটিং পয়েন্ট এগিয়ে ক্যারিবীয়ানরা। দশ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। তবে, জিম্বাবুইয়ানদের নামের পাশে কোনো রেটিং পয়েন্ট নেই।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।