ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

ওয়ানডেতে সাঞ্জামুলের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, মে ১৯, ২০১৭
ওয়ানডেতে সাঞ্জামুলের অভিষেক ছবি: সংগৃহীত

ডাবলিনে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন সাঞ্জামুল ইসলাম। ত্রিদেশীয় সিরিজে দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচে মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিন অলরাউন্ডার।

দু’দিন আগে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতে নিষ্প্রভ ছিলেন উঠতি অলরাউন্ডার মিরাজ। ব্যাট হাতে ৬ রানে আউট হওয়ার পর বোলিংয়ে ৮ ওভারে ৪৫ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন।

তাতেই সাঞ্জামুলের দলে ঢোকার দরজা খুলে গেল!

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ২১২টি উইকেট নিয়েছেন সাঞ্জামুল। ইকোনমি রেট ৩.২৪। ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তিনি। ২৩.৩৬ গড়ে তার ব্যাট থেকে আসে ১৭০৬ রান। পাঁচটি অর্ধশতকের পাশাপাশি একটি সেঞ্চুরির মালিক তিনি।

এবার জাতীয় দলে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন সাঞ্জামুল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়াতে জয় ভিন্ন কিছুই ভাবছে টাইগাররা। স্বাগতিক ‍আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি (১২ মে) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।