ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

উইন্ডিজ সফর পর্যন্ত কোচ থাকছেন কুম্বলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৭, জুন ১০, ২০১৭
উইন্ডিজ সফর পর্যন্ত কোচ থাকছেন কুম্বলে ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির পরও ভারতের কোচ পদে কাজ চালিয়ে যেতে পারবেন অনিল কুম্বলে। অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত টিম ইন্ডিয়ার দায়িত্ব তার কাঁধেই থাকছে। শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করা হবে নাকি নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে সেটিই এখন দেখার বিষয়!

আগামী ২৬ জুন বিশেষ সাধারণ সভায় কুম্বলের ব্যাপারে চূড়ান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা যায়, শচীন টেন্ডুলকার, সৌরব গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে নিয়ে তিন সদস্যের উপদেষ্টা কমিটি (সিএসি) কুম্বলেকে ও. ইন্ডিজ সফর পর্যন্ত কোচ হিসেবে রাখতে বলেছে।

লন্ডনে বিসিসিআই’র সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করে সিএসি। বলা হচ্ছে, মুহূর্তের নোটিশে কুম্বলেকে কোচের পদ থেকে সরিয়ে ফেলাটা কঠিন। ইস্যুটি সমাধানে আরও সময় চাওয়া হয়। এই কমিটিই গত বছর কুম্বলেকে এক বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে ভারত। ত্রিনিদাদে আগামী ২৩ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২৫, ৩০ জুন, ২ ও ৬ জুলাই মাঠে গড়াবে। ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ