ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমির আশায় ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ১১, ২০১৭
সেমির আশায় ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আর টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের দলপতি বিরাট কোহলি।

ওভালে ‘বি’ গ্রুপের এই ম্যাচটিকে বলা হচ্ছে ‘অঘোষিত’ কোয়ার্টার ফাইনাল। যে দলই জিতবে সেমি ফাইনালের টিকিট কাটবে।

গ্রুপের অপর দুই দল পাকিস্তান-শ্রীলঙ্কা আগামীকাল মুখোমুখি হবে। সেখানে যারা জিতবে তারা শেষ চারে পৌঁছাবে।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। তবে, দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে টিম ইন্ডিয়া। এদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে বসে।

এদিকে, ‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের খেলা শেষ। তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছেছে স্বাতগিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিদায়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পৌঁছে। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে সেমিতে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।