ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে দলীয় দেড়শ’ ছাড়িয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৭
পাকিস্তানের বিপক্ষে দলীয় দেড়শ’ ছাড়িয়েছে শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। তিন উইকেট হারিয়ে দলীয় স্কোর দেড়শ’ ছাড়িয়েছে লঙ্কানরা। জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার নিরোশান ডিকয়েলা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এ রিপোর্ট লেখা অবধি লঙ্কানদের সংগ্রহ ২৯ ওভার শেষে ৩ উইকেটে ১৫১। ডিকওয়েলা ৭৩ ও ম্যাথিউস ৩০ রানে ব্যাট করছেন।

কার্ডিফে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। ইনিংসের ষষ্ঠ ওভারে দানুশকা গুনাথিলাকাকে (১৩) শোয়েব মালিকের ক্যাচ বানিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন জুনায়েদ খান।

কুশল মেন্ডিসের সঙ্গে ৫৬ রানের জুটিতে রানের চাকা সচল রাখেন ডিকওয়েলা। দলীয় ৮২ রানের মাথায় হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মেন্ডিস (২৭)। এক রান যোগ হতেই দিনেশ চান্দিমালকে ফিরিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান অভিষিক্ত ফাহিম আশরাফ।

ইতোমধ্যেই তিনটি দল শেষ চারে পা রেখেছে। ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গী বাংলাদেশ। বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শেষ দল হিসেবে সেমিতে উঠবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার বিজয়ী।

শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), আসিলা গুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব ‍মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।