ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচের ভূমিকায় গম্ভির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
কোচের ভূমিকায় গম্ভির কোচের ভূমিকায় গম্ভির-ছবি:সংগৃহীত

ক্রিকেটার হিসেবে অনেক কীর্তি রয়েছে। এবার অন্য ভূমিকায় দেখা যাবে গৌতম গম্ভিরকে। কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। দু’বারের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও দুটো আইপিএল জয়ী অধিনায়ক এবার তামিলনাড়ু প্রিমিয়র লিগে নামতে চলেছেন মেন্টরের ভূমিকায়। 

যদিও গম্ভির জানিয়েছেন, এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার কথা চলছে।

কিন্তু তিনি এখনও ফাইনাল কোনও সিদ্ধান্ত নেননি। তবে, এটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন যে এই লিগে তিনি খেলবেন না। তামিলনাড়ুর এই লিগ মূলত করা হচ্ছে উদীয়মান প্রতিভাদের তুলে আনতে। বিশেষ করে স্থানীয় প্লেয়ারদের তুলে আনতে এই উদ্যোগ। নিজে খেলে যুব প্রতিভাদের রাস্তা বন্ধ করতে চান না গম্ভীর।

যা খবর তাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে প্রেজেন্টেশনও জমা দিয়েছেন গম্ভীর। ল্যান্স ক্লুজনারকে কোচ করেছে কোভাই কিংস। রবিন সিংহ কাজ করছেন কারাইকুদি কালাইয়ের সঙ্গে। গত বছর ব্রেট লি ও মাইকেল বেভানের মতো স্টার ক্রিকেটাররা যুক্ত ছিলেন এই লিগের সঙ্গে। কিন্তু এবার যদি গৌতম গম্ভির কোনো একটি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন তা হলে ভারতীয় ক্রিকেটের কোনও বড় নামকে পাবে তামিলনাড়ু প্রিমিয়র লিগ।  

আইপিএল এ দারুণ ফর্মে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এখনও পর্যন্ত ১২২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জয়ের দিক থেকে এমএস ধোনির পরেই রয়েছেন তিনি। টিএনপিএল এর কোনও দলে মেন্টর হিসেবে যোগ দিলেও তার খেলা তিনি চালিয়ে যাবেন। দিল্লির হয়ে ডোমেস্টিক ক্রিকেটও খেলবেন তিনি। দেশের হয়ে খেলার স্বপ্নও এখনই ছাড়ছেন না।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।