ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লে’তে বাংলাদেশের সর্বোচ্চ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
পাওয়ার প্লে’তে বাংলাদেশের সর্বোচ্চ রান ছবি: সংগৃহীত

রানের দিক থেকে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আগের তিন ম্যাচের চেয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম দশ ওভারে স্কোরবোর্ডে ৪৬ রান তুলেছে টাইগাররা।

এবারের আসরে প্রথম পাওয়ার প্লে’তে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান। যেখানে ত্রিশ গজের বাইরে বাউন্ডারি লাইনে দু’জন খেলোয়াড় দাঁড়াতে পারেন।

গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিতেও ৪০ রানের ঘরে যাওয়া হয়নি।

যদিও ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে পাওয়ার প্লে’তে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেখান থেকে জুটি গড়ে দলকে টেনে তোলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তাতেই রানের চাকা সচল রেখে প্রথম দশ ওভারে আগের তিন ম্যাচকে ছাড়িয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথম দশ ওভারে আসে ৩৬। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়া ম্যাচের পাওয়ার প্লে’তে তোলে ৩৭ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ রান করলেও শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বাংলাদেশ।

ওই ম্যাচটিতে দলীয় ৩৩ রানে চার উইকেট হারানোর পর ২২৪ রানের রেকর্ড জুটি গড়েন দুই সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।