ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুম্বলেকে ছাড়াই উড়াল দিল টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
কুম্বলেকে ছাড়াই উড়াল দিল টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই নাকি কোচ ইস্যুতে বর্তমান দলপতি বিরাট কোহলি জানিয়েছিলেন অনিল কুম্বলের চুক্তি যেন না বাড়ানো হয়। এবার কুম্বলেকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের পথে উড়াল দিয়েছে ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটির (সিএসি) সঙ্গে এক সভায় কোচের পদে কুম্বলেকে নিয়ে নিজের আপত্তির কথা জানান কোহলি। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত কমিটি (সিএসি)।

আরও উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি, মহাব্যবস্থাপক (ক্রিকেট) এমভি শ্রীধর ও সচিব অমিতাভ চৌধুরী। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগেই নাকি কোহলি জানিয়ে গেছেন নিজেদের পছন্দের কথা। তার পছন্দ সাবেক টিম ম্যানেজার রবি শাস্ত্রি। তবে, ৩১ মে কোচের পদে আবেদনের শেষ সময় বেধে দেওয়া হলেও শাস্ত্রি আবেদন করেননি। এবার কোহলি জানিয়েছেন, শাস্ত্রিকে নিয়োগ দেওয়া না হলেও যেন দলের কোচ হিসেবে কুম্বলেকে রাখা না হয়।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই শেষ হয়ে গেছে কুম্বলের মেয়াদ। নতুন করে কোচের পদে সাক্ষাৎকারের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাতে আবেদন করেছেন কুম্বলে নিজেও। পাশাপাশি আবেদন করা প্রার্থীদের মধ্যে আছেন অস্ট্রেলীয় টম মুডি, ক্রেইগ ম্যাকডারমট, ইংলিশ কোচ রিচার্ড পাইবাসরা। ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটারও আবেদন করেছেন। তবে, নতুন কোচ নিয়োগ দেওয়া না পর্যন্ত কুম্বলেই সামলাবেন ভারতীয় জাতীয় দলকে।

এদিকে, ৫টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলতে কুম্বলেকে ছাড়াই ক্যারিবীয়ান সফরে ইংল্যান্ড থেকে উড়াল দিয়েছে কোহলির দল। ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হচ্ছে, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির একটি সভায় যোগদানের জন্য কুম্বলে নাকি দলের সঙ্গে যাননি। সভা শেষেই তিনি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওয়ানা হবেন। তবে, এই যুক্তি কতটা সমর্থনযোগ্য তা সময়েই বলে দেবে। দলের সঙ্গে যাননি বিশ্রাম পাওয়া ওপেনার রোহিত শর্মা আর পেসার জাসপ্রিত বুমরাহ।

সম্প্রতি গুঞ্জন ওঠে, কুম্বলে নিজেও নাকি এমন পরিস্থিতিতে নাখোশ, ব্যথিত ও বিব্রত। যেভাবে তাকে অযাচিতভাবে অপমান করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়ানো হয়েছে, তা নাকি তিনি মেনে নিতে পারছেন না। তাই মেয়াদ শেষের পর ভারতীয় দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ভাঙতে চাইছেন গত এক বছরে ভারতকে অনেক সাফল্য এনে দেওয়া কোচ কুম্বলে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ২০ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।