ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

গম্ভীরের ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, জুন ২২, ২০১৭
গম্ভীরের ঘরে নতুন অতিথি ছবি: সংগৃহীত

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন ভারতের তারকা ওপেনার গৌতম গম্ভীর। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

৩৫ বছর বয়সী গম্ভীর সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পাশাপাশি দুই কন্যার ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ হয়ে এসেছে এক অ্যাঞ্জেল, এক অ্যাঞ্জেল আমাদের জীবনকে উজ্জ্বল করেছে, এই বিশ্বে তোমাকে স্বাগতম লিটল অ্যাঞ্জেল!’

২০১১’র অক্টোবরে গম্ভীর বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গম্ভীর-নাতাশার ঘরে এর আগেও কন্যা সন্তানের আগমন ঘটেছিল। তাদের বড় মেয়ের নাম আজীন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ২২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।