ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, আগস্ট ২৬, ২০১৭
অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব: মুশফিক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাত পোহালেই আলোচিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু। সফরকারীদের বিশ্বসেরা ব্যাটিং আর বোলিং লাইনআপকে মোটেই ভয় করছে না টাইগাররা। দলের অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও অস্ট্রেলিয়াকে হারানোর দৃঢ় প্রত্যয়।

শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন টাইগারদের দলপতি মুশফিক। সেখানে তিনি জানান, অজিদের হারানোর মানসিকতা নিয়েই মাঠে নামবে তার দল।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমুশফিক জানান, ‘আমরা ভিনগ্রহের কারো বিপক্ষে খেলছি না। মাঠে নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। ’

রোববার (২৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগামী ৪ নভেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।