ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে লজ্জা দেওয়ার অপেক্ষায় টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, আগস্ট ২৮, ২০১৭
অস্ট্রেলিয়াকে লজ্জা দেওয়ার অপেক্ষায় টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক বোলাররা যেভাবে জ্বলে উঠেছেন তাতে স্মিথরা দলীয় ২০০ রানের কোঠা পার করতে পারবেন কী না বিষয়টি নিয়ে ভাবতেই হচ্ছে।

সেই কাজটি করতে না পারলে বাংলাদেশের কাছে সর্বনিম্ন সংগ্রহের লজ্জা নিয়ে শেষ করতে হবে প্রথম ইনিংস।

বলে রাখা ভালো, ২০০৬ সালে ফতুল্লায় সিরিজের প্রথম টেস্টে হাবিবুল বাশার সুমনদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়েছিল রিকি পন্টিংরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬০ রান। প্রথম ইনিংসে এখনও স্বাগতিকদের চেয়ে তারা ১০০ রানে পিছিয়ে।  

আর নিজেদের হয়ে অনন্য এই রেকর্ডটি লিপিবদ্ধ করতে যে টাইগার কুশীলবরা মূখ্য ভুমিকা পালন করেছেন তারা হলেন; সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মূলত এই তিন টাইগার স্পিনারই অজিদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিচ্ছেন।

অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন মিরাজ। সাকিবের দখলে ম্যাট রেনশ, নাথান লায়ন ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। আর তাইজুলের স্পিন বিষে নীল হয়ে ক্রিজ ছেড়েছেন পিটার হ্যান্ডসকম্ব।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।