ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

সিরিজ থেকেই ছিটকে গেলেন হ্যাজেলউড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, আগস্ট ২৯, ২০১৭
সিরিজ থেকেই ছিটকে গেলেন হ্যাজেলউড ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য দুঃসংবাদ বয়ে আনলো জস হ্যাজেলউডের ইনজুরি। চলমান সিরিজ থেকেই ছিটকে পড়লেন অজি এই পেসার। শুধু তাই নয়, আসন্ন ভারত সিরিজেও খেলা হচ্ছে না হ্যাজেলউডের। তবে, টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে দলের প্রয়োজনে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামানো হতে পারে তাকে।

মিরপুরে টেস্টের তৃতীয় দিন (মঙ্গলবার, ২৯ আগস্ট) সাইড ইনজুরিতে পড়েন এ পেসার। ফলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মধ্যাহ্ন বিরতির আগেই মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়।

নিজের পঞ্চম ওভারের পরই অস্বস্তিতে মাঠ ছাড়েন ডানহাতি হ্যাজেলউড। পরে অস্ট্রেলিয়ান মেডিকেল স্টাফরা তার অবস্থা দেখে জানান ‘তীব্র যন্ত্রণা’ হচ্ছে হ্যাজেলউডের।

বাংলাদেশের বিপক্ষে এমনিতে ইনজুরির কারণে বাদ পড়েছেন জেমস প্যাটিনসন। আর অ্যাশেজের কারণে অজিরা মিচেল স্টার্ককে বিশ্রাম দিয়েছিল। ফলে হ্যাজেলউড খেলতে না পারায় একমাত্র প্যাট কামিন্স ছাড়া আর কোনো পেসার দলে থাকছে না। বাংলাদেশ সফরের পরই ভারতের মাটিতে খেলতে উড়াল দেবে অজিরা।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।