ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাকিব-মুশফিকদের জন্য খান পরিবারের আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, আগস্ট ৩১, ২০১৭
সাকিব-মুশফিকদের জন্য খান পরিবারের আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বন্ধু, পরিবার-পরিজন নিয়ে সবাই যখন ঈদুল আযহার আনন্দে মাতোয়ারা থাকবে তখন সাকিব, তামিম, মুশফিকরা থাকবেন টিম হোটেলে। অন্য সবার যখন ঈদে ঘোরাঘুরিতে সময় কাটবে তখন টাইগাররা ব্যস্ত সময় পার করবেন ম্যাচের পরিকল্পনা করে। পাশাপাশি অনুশীলনতো আছেই।

কেননা ঈদের একদিন পরেই (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঈদের দিনটি খেলোয়াড়দের কাটবে চট্টগ্রামের টিম হোটেলে এবং মাঠে অনুশীলন করে।

ওই দিন দুপুর ১টা থেকে অনুশীলনের কথা রয়েছে। একই ভেন্যুতে দুপুর ২টা থেকে অনুশীলন করবে অজিরা।

তবে দলের অন্য ক্রিকেটাররা পরিবার পরিজন ছাড়া ঈদ করলেও কিছুটা ব্যতিক্রম থাকবেন তামিম ইকবাল। কারণ, তিনি চট্টগ্রামের সন্তান। তাছাড়া টিম হোটেল রেডিসন ব্লু থেকে তামিমের নিজের বাড়িও খুব বেশি দূরে নয়। তবে নিজে একাই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঈদের আনন্দটা উদযাপন করতে চাইছেন না। সতীর্থদের সেখানে নিয়ে আসতে চাইছেন।

তাই ঈদের দিন সাকিব-মুশফিকদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন তামিম ইকবাল ও তার পরিবার। এই আয়োজনে তামিমের সঙ্গে থাকছেন তার চাচা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রাম যাওয়ার পথে সংবাদ মাধ্যমকে বিষয়টি অবহিত করেন তিনি নিজেই, ‘আমি যাচ্ছি। তামিমের সাথে কথা বলি। মনে হয় একটা পারিবারিক আয়োজন আছে। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।