ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাকিবকে নিজ হাতে খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, সেপ্টেম্বর ২, ২০১৭
সাকিবকে নিজ হাতে খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী ছবি: ফেসবুক থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ফ্রেমবন্দী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচসেরা সাকিব আল হাসানের মাথায় হাত রেখে উৎসাহ দেন। এবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নিজ হাতে সাকিবকে খাইয়ে দিয়েছেন।

চট্টগ্রাম টেস্ট খেলতে বাংলাদেশ টিমের একাংশ (নাসির, মুমিনুল, সৌম্য, সাব্বির, লিটন ও মোস্তাফিজ) গতকালই (১ সেপ্টেম্বর) বন্দরনগরীতে পৌঁছায়। যাদের পরিবার ঢাকায় নেই তারাই শুধু গেছেন।

বাকিরা আজ রাতের ফ্লাইটে চট্টগ্রাম যাবেন।  প্রধানমন্ত্রীর সমর্থন আমাদের উৎসাহ দেয়: সাকিব

.শনিবার পবিত্র ঈদুল আযহা ‍উপলক্ষে বরাবরের মতো গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক, বিদেশি কূটনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে সময় ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

.সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ‍সাকিবের ঈদ শুভেচ্ছা বিনিময়ের ছবি প্রকাশ পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মাথায় হাত রেখে সাকিবকে আশীর্বাদ করেন শেখ হাসিনা। পরে নিজ হাতে চামচ দিয়ে মিষ্টি জাতীয় খাবার মুখে তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।