ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, সেপ্টেম্বর ৪, ২০১৭
ব্যাটিংয়ে বাংলাদেশের রেকর্ড! ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: শিরোনাম দেখে মনে করার কোন কারণ নেই যে, ব্যাট হাতে অজিদের বিপক্ষে কী এমন করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আহামরি সংগ্রহ নয়, নয় স্বল্প সংগ্রহে গুটিয়ে যাওয়ার কোন নতুন রেকর্ড। তবে কী সেটা?

মূলত, টেস্ট ক্রিকেটে এদিন যে রেকর্ডটি করেছে সেটি হলো ব্যাটিং অর্ডারের। কেননা টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ৫ জনই বাঁহাতিকে নামিয়েছে।

যা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এই প্রথম!

ওপেনিংয়ে সৌম্যর সঙ্গে শুরু করেছিলেন তামিম। তিনে ইমরুল কায়েস। চারে মুমিনুল হক। আর পাঁচে সাকিব। অতীতে প্রথম ৫ বাঁহাতি ব্যাটসম্যান নামানোর ইতিহাস ছিল ২০০২ সালে। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ৫ জন ব্যাটসম্যানই ছিলেন বাঁহাতি। মাইকেল ভ্যানডর্ট, জিহান মুবারক, নাভিদ নওয়াজ, হাশান তিলকরত্নে ও সনাৎ জয়াসুরিয়া।

এরপর ২০১০ সালেও ইতিহাস ফিরেছিল শ্রীলঙ্কায়, যেখানে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলেতে ক্যারিবীয়দের ইনিংসের ওপেন করেছিলেন ক্রিস গেইল ও ডেভন স্মিথ। তিনে খেলেছিলেন ড্যারেন ব্রাভো, চারে শিবনারায়ন চন্দরপ আর পাঁচে নেমেছিলেন ব্রেন্ডন ন্যাশ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।