ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘কোহলি কোহলিই, আমি আমিই’

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, সেপ্টেম্বর ৪, ২০১৭
‘কোহলি কোহলিই, আমি আমিই’ সাব্বির রহমান

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: একটু আগেই অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সাব্বির রহমানের এক ‘ঝুড়ি’ সুনাম করে গেছেন নাথান লায়ন। সরাসরি বলে দিলেন-সাব্বির রহমান প্রতিভার দিক দিয়ে ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহেলির সমান।

দিনশেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে সাব্বির রহমান আসতেই সেই প্রসঙ্গটা উঠে এলো।
 
লায়নের এমন ‘সার্টিফিকেটের’ পরেও অবশ্য সাব্বির রহমান খুশিতে গদগদ করার মানুষ নন।

পা মাটিতে রেখেই বলে গেলেন, ‘লায়ন অনেক বড় খেলোয়াড়। ৫ উইকেট পাওয়ায় তাকে অভিনন্দন। তবে আমি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান এখনও হতে পারিনি। চেষ্টা করলে সবি সম্ভব। বিরাট কোহলি বিরাট কোহলিই, আমি আমিই। ’
 
বিরাট কোহেলির সঙ্গে তুলনায় আসার চেয়ে সাব্বিরের কাছে গুরুত্বপূর্ণ দলের জন্য অবদান রাখা।
 
সেটাই বললেন এরপর-‘আমি যদি আমার খেলা খেলতে পারি, টিমকে সাপোর্ট দিতে পারি-সেটাই ইমপরটেন্ট। ’
 
টেস্ট ক্রিকেট মানে উইকেটে পড়ে থাকা। তবে সাব্বির এর সঙ্গে গুরুত্ব দিচ্ছেন দ্রুত রান তোলাতেও।
 
বলেন, যতক্ষণ উইকেটে থাকি রান বাড়ানোর চেষ্টা করি। কারণ দীর্ঘক্ষণ উইকেটে থাকলাম কিন্তু দলের জন্য রান করে যেতে পারলাম না, তাতে ভালো কিছু হবে না। তাই চেষ্টা থাকে রান করে যাওয়ার।
 
দিনশেষে অবশ্য সেই পলিসিতে সফল সাব্বির রহমান। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে খেললেন ঝলমলে ৬৬ রানের ইনিংস। শেষের দিকে কিছুটা ধীরগতিতে রান তুললেও মাঝখানে সাব্বির খেলেছেন ওয়ানডের মতোই।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
টিএইচ/টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।