ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টের একমাত্র প্রাপ্তি মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, সেপ্টেম্বর ৭, ২০১৭
চট্টগ্রাম টেস্টের একমাত্র প্রাপ্তি মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ঢাকা টেস্টের মতো চট্টগ্রামে জ্বলে উঠতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে নিজেদের প্রথম ইনিংসে আসেনি বড় কোনো দলীয় সংগ্রহ (৩০৫)। দ্রুত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার করা ৩৭৭ রানের পেছনে ছুটতেই যেন হাঁপিয়ে ওঠার অবস্থা!

যদিও অজিদের ৭২ রানের লিড টপকে এখন এগিয়ে মুশফিকরাই। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিরা ব্যাটিংয়ে নামলে তা টপকাতে হয়তো একটি সেশন ব্যাটিংই যথেষ্ট।

বড় জোর দুটি। দুই ম্যাচের টেস্ট সিরিজও শেষ হবে ১-১ সমতায়। তবে স্বাগতিক শিবিরের এমন পশ্চাৎপদতা সত্ত্বেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টর কাছে এই টেস্টে এখনও পর্যন্ত বড় প্রাপ্তি হয়ে আছেন পেসার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা দেখতে এসে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।      

‘মোস্তাফিজ সত্যিই ভালো বল করেছে। ওর কাছ থেকে ভালো একটা সার্ভিস আমরা এখানে পেয়েছি। এই টেস্টে এটা আমাদের বড় একটা প্রাপ্তি। মোস্তাফিজকে কামব্যাক করানো দরকার ছিল। ’

সত্যিই তো ফিরেছেন মোস্তাফিজ। গত জুনে কাউন্টি খেলতে গিয়ে কাধের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারের পর থেকে ছিলেন নিজের ছায়া হয়ে। সেই মোস্তাফিজই স্বরুপে আবির্ভূত হলেন চট্টগ্রাম টেস্ট দিয়ে। তৃতীয় দিন ৮৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আজ (৭ সেপ্টেম্বর) বল হাতে নেমেই লায়নকে দিয়ে সংখ্যাটি নিয়ে গেলেন চারে। যা ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের দিয়ে গেল ভবিষ্যত ধ্বংসযজ্ঞের বার্তা!

বাংলা,শে সময়: ১৪৩৭ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।