এবার বাংলাদেশের মিশন দক্ষিণ আফ্রিকা সিরিজ। টাইগারদের দলপতি মুশফিকের লক্ষ্য সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রোটিয়া সফরে ভালো কিছু দেওয়া।
শেষ ম্যাচের পর মুশফিকের কণ্ঠে আরও ভালো করার প্রত্যয়। তিনি জানান, ‘অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানতাম তারা ম্যাচে ফিরে আসতে চাইবে। কারণ তারা শক্তিশালী একটি দল। আমরা প্রথম ইনিংসে ৩৫০ রানের মতো চেয়েছিলাম। সেটা করতে না পারার খেসারত দিতে হয়েছে। ম্যাচ জেতা বা হারার মাঝখানে আমাদের অনেক উন্নতি হয়েছে। আরও প্রয়োজন। ’
মুশফিক আরও জানান, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে আমরা এবার খেলতে যাবো। সেখানে ভিন্ন কিছু অপেক্ষা করছে। দক্ষিণ আফ্রিকার ভিন্ন কন্ডিশনে আমাদের মানিয়ে নিতে হবে। এবারের মতো অবস্থা তৈরি হলে আমরা উতরে যাওয়ার চেষ্টাই করব। কারণ এই সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। ’
মুশফিক যোগ করেন, ‘এই সিরিজটা ছিল টিম গেম। আমার সতীর্থরা সত্যিই দারুণ করেছে। কিন্তু, দুঃখের বিষয় কেউ কেউ নিজেদের পূর্ণভাবে মেলে ধরতে পারেনি। সাকিব আর তামিম নিজেদের সেরাটা দিয়েছে যা আমাদের জন্য ইতিবাচক পথ দেখাচ্ছে। আমি আশাবাদি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো কিছুই উপহার দিতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি