ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৮ নম্বরে মুমিনুল, প্রশ্নবানে মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
৮ নম্বরে মুমিনুল, প্রশ্নবানে মুশফিক ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে মিলেছিল সুযোগ। তবে সেখানেও তাকে নিয়ে একদফা পরীক্ষা-নিরীক্ষা করলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিনি মুমিনুল হক। ব্যাটিংয়ে তিন কিংবা চার নম্বর পজিশন যার পরিচিতি-তাকে দ্বিতীয় ইনিংসে নামতে হলো ৮ নম্বরে।

টফ অর্ডার ব্যাটসম্যান মুমিনুলকে একেবারে লোয়ার অর্ডারে। তাই স্বাভাবিকভাবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের প্রতি প্রশ্নটা বারে বারে ওঠলো-কেন মুমিনুল এতো পরে?

এর জবাবে মুশফিকুর রহিমের ভাষ্য, ‘রাইট-লেফট কম্বিনেশনের জন্য ওটা করা।

আপনারা বলতে পারেন  ৩-৪ নম্বর জায়গায় ভালো করার পরেও কেন ওকে ৮ নম্বরে নামানো হলো। কিন্তু আমরা এটা চিন্তা করিনি। টিমের জন্য যেটা বেনিফিট হওয়ার চান্স থাকে সেটিই করার চেষ্টা করা হয়েছে। ’

‘তবে ওই সময় (মুমিনুলের পজিশনে) যাদের প্রমোট করা হয়েছে তারা যদি ভালো করতে পারতো তাহলে সেটা অন্যরকম হতে পারতো। মূলত টিমের জন্য যেটা বেস্ট হওয়ার সেটার জন্যই চেষ্টা করা হয়েছে। কিন্তু ব্যাটসম্যানরা সেটি পারেনি। ’-বলে যান মুশফিক।

৮ নম্বরে ব্যাটিং করা মুমিনুলের জন্য যথার্থ ছিল কিনা এমন প্রশ্নও গেছে মুশফিকের প্রতি।

এর জবাবে মুশফিকুর রহিম সরাসরি বলে দেন, ‘৮ নম্বরে খেলা ডিফিকাল্ট। আমাকেও যদি বলেন, আমিও বলবো কঠিন। ৮ নম্বরে খেলা মুমিনুলের জন্য যথার্থ না। টিমের ট্যাকটিসের অংশ হিসেবে তাকে ৮ নম্বরে ব্যাটিং করতে হয়েছে। ’

‘নাম্বার ফোরে স্পেশালিস্ট কেউ নেই। ওই পজিশনে সাব্বিরের কাছ থেকে যেটা চাচ্ছিলাম সেটা আমরা পাচ্ছিলাম না। কিন্তু সাতে নেমে সে ভালো করছে। আর বাকি থাকে তিন নম্বর। কিন্তু আমাদের তিনজন ওপেনার খেলায় সেই পজিশনে খেলাতে পারিনি মুমিনুলকে। আবার পাঁচ নম্বরে সাকিব খেলে। কাউকে না কাউকে তো পরে নামতে হবে। তাই পরিকল্পনার অংশ হিসেবে ওই সময় মুমিনুলকে না নামিয়ে ডানহাতি একজনকে নামানো হয়েছে। ’-বলেন মুশফিক।

৮ নম্বরে নেমেও দলের অন্যদের বিবেচনায় তেমন একটা খারাপ খেলেননি মুমিনুল। খেলেছেন ২৯ রানের ছোট্ট ইনিংস। নাথান লায়নকে খেলেছেন বেশ স্বাচ্ছন্দ্যে।

ক্যাপ্টেম মুশফিক তাই মুমিনুলকে প্রশংসাপত্রও দিলেন মুশফিক, ‘অনেকে বলেন মুমিনুল অফস্পিনার খেলতে পারে না। কিন্তু নাথান লায়ন বিশ্বের সেরা একজন অফস্পিনার। তাকেও খুব একটা খারাপ খেলেনি। ’

যতোই দলের অংশ হিসেবে মুমিনুলকে ৮ নম্বরে নামানো হোক না কেনো-দিনভর মুমিনুলকে ৮ নম্বরে নামানো নিয়ে কথা উঠেছে স্টেডিয়ামের সবখানে। আবার কেউ কেউ তো প্রশ্ন রেখেছেন শুধু মুমিনুলকে নিয়ে কেনো এতো পরীক্ষা-নিরীক্ষা?

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।