ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজ ১২ ধাপ, মিরাজ এক ধাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
মোস্তাফিজ ১২ ধাপ, মিরাজ এক ধাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে কোনো উইকেট না পেলেও নির্বাচকদের আস্থা ধরে রেখে নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সবশেষ প্রকাশিত টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে সেটির পুরস্কার পেলেন মোস্তাফিজ।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে মোস্তাফিজ ১২ ধাপ এগিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ক্যারিয়ার সেরা ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে ৪৩তম স্থানে আছেন।

এদিকে, ঢাকার পর চট্টগ্রাম টেস্টেও দুর্দান্ত বোলিং করা মেহেদি হাসান মিরাজ এক ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা ৫২২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৯তম স্থানে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়। সিরিজ জিততে না পারলেও স্বাগতিকদের টিম ম্যানেজমেন্টের কাছে বড় প্রাপ্তি মোস্তাফিজের ফিরে আসা। বেশ কয়েকদিন ধরে লাইমলাইটের বাইরে মোস্তাফিজ। গত জুনে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারের পর থেকে কাটার মাস্টার ছিলেন নিজের ছায়া হয়ে। সেই মোস্তাফিজই স্বরুপে আবির্ভূত হন চট্টগ্রাম টেস্ট দিয়ে। ম্যাচের তৃতীয় দিন ৮৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। চতুর্থ দিন বল হাতে নেমেই নাথান লায়নকে শিকার করে সংখ্যাটি নিয়ে যান চারে। যা ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের দিয়ে যায় ভবিষ্যত ধ্বংসযজ্ঞের বার্তা!

আর ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে পাঁচ ও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া ১৯ বছর বয়সী স্পিনার মিরাজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় হাতের আঙ্গুলে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি।

সাকিব ১৭তম, তাইজুল ৩২তম অবস্থানে রয়েছেন। বোলারদের তালিকায় এক নম্বরে ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা। দুই থেকে দশে যথাক্রমে জেমস অ্যান্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, কেগিসো রাবাদা, ডেল স্টেইন, নাথান লায়ন, ভারনন ফিল্যান্ডার আর স্টুয়ার্ট ব্রড।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।