ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুবাইতে শ্রীলঙ্কার দিবা-রাত্রি টেস্টে অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
দুবাইতে শ্রীলঙ্কার দিবা-রাত্রি টেস্টে অভিষেক দুবাইতে শ্রীলঙ্কার দিবা-রাত্রি টেস্টে অভিষেক-ছবি:সংগৃহীত

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট দুবাইতে খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের অংশ হিসেবে এই ম্যাচটি থাকছে। চলতি মাসের ২৮ তারিখ আবুধাবিতে প্রথম টেস্টের পর দুবাই টেস্ট অনুষ্ঠিত হবে।

দুবাই এর আগেও ডে-নাইট টেস্ট ম্যাচ আয়োজন করেছিল। সেবার অংশ নিয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রায় এক মাসের সফরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আমিরাত সফর করবে লঙ্কানরা। যেখানে ৬ অক্টোবর শুরু হওয়া দ্বিতীয় টেস্টের পর থাকছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ওয়ানডেই দিবা-রাত্রির।

ওডিআই সিরিজের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে প্রথম দুটি টি-২০ আবুধাবিতে হলেও তৃতীয় ও শেষ টি-২০ হবে পাকিস্তানের হোম গ্রাউন্ড লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কাকে তাদের দেশে খেলার আমন্ত্রণ জানালে লঙ্কানরা একটি ম্যাচ খেলতে রাজি হয়।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ২০১৭
*২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর, প্রথম টেস্ট, আবুধাবি
*৬-১০ অক্টোবর, দ্বিতীয় টেস্ট (দিবা-রাত্রি), দুবাই

*১৩ অক্টোবর, প্রথম ওডিআই, দুবাই
*১৬ অক্টোবর, দ্বিতীয় ওডিআই, আবুধাবি
*১৮ অক্টোবর, তৃতীয় ওডিআই, আবুধাবি
*২০ অক্টোবর, চতুর্থ ওডিআই, শারজা
*২৩ অক্টোবর, পঞ্চম ওডিআই, শারজা

*২৬ অক্টোবর, প্রথম টি-২০, আবুধাবি
*২৭ অক্টোবর, দ্বিতীয় টি-২০, আবুধাবি
*২৯ অক্টোবর, তৃতীয় টি-২০, লাহোর

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।