গত বছর নার্জিস খাতুনকে তিনি বিয়ে করেন। প্রথমবার বাবা হওয়ার পর থেকে অসংখ্য ভক্ত-সমর্থকদের পাশাপাশি জাতীয় দলের সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন আমির-নার্জিস।
২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নির্বাসিত ছিল আন্তর্জাতিক কোনো সিরিজ বা মেগা ইভেন্ট থেকে। দীর্ঘ দিন পর পাকিস্তানের মাটিতে ফের বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তামিম ইকবালদের বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে পাকিস্তান জাতীয় দল।
কিন্তু মেগা এই ইভেন্টে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে রেখেছিলেন আমির। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডে থেকে যেতে হয় তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডে থেকে এসেক্সের হয়ে কাউন্টি খেলছিলেন এই পেসার।
বাবা হওয়ার কথা নিশ্চিত করে নিজের টুইটার অ্যাকাউন্টে আমির জানান, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত পেয়েছি। ’ টুইটারে নবাগত সন্তানকে কোলে নেওয়া একটি ছবিও পোস্ট করেছেন আমির।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি