পিএসএলের তৃতীয় আসরে সাকিবদের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি শুক্রবার (২০ অক্টোবর) ইসলামাবাদে অবস্থিত চাইনিজ অ্যাম্বাসিতে একটি চুক্তি সই করেন। চীন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে লিখিত চুক্তিতে ছিল-এবারের আসরে সাকিবদের সঙ্গে খেলবেন দুই চাইনিজ ক্রিকেটার।
দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার দলে ভিড়িয়েছে চীনের ক্রিকেট তারকা জিয়ান লি এবং ইউফি জাংকে। জাভেদ আফ্রিদি জানান, ‘চীন আমাদের বন্ধু দেশ। তাদের ক্রিকেটারকে পাকিস্তানের ঘরোয়া লিগে খেলতে দিয়ে বন্ধুত্ব আরও গভীর করতে চাই। তাছাড়া চীনের ক্রিকেটকে এগিয়ে নিতে এটি বেশ সহায়তা করবে। চাইনিজ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখানোর একটা প্লাটফর্ম খুঁজে পাবে। যা তাদের আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে আসতে মূখ্য ভূমিকা রাখবে। ’
তৃতীয় আসরে সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ৩৪টি ম্যাচ। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ক্রিকেটের মেগা কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি। তাই দেশটির ক্রিকেট বোর্ড আয়োজিত পিএসএলের প্রথম দুই আসরের ম্যাচ তাদের দ্বিতীয় হোম ভেন্যু আবর আমিরাতে হয়েছে। শুধু দ্বিতীয় আসরের ফাইনালটি হয়েছিল পাকিস্তানের লাহোরে। এবার পাকিস্তান থেকেই তৃতীয় আসর শুরু হতে পারে। দেশটির করাচিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আসরের প্রথম ম্যাচটি।
এবার পিএসএলের ষষ্ঠ দল হিসেবে নাম লিখিয়েছে মুলতান সুলতানস। সাকিবকে ধরে রেখেছে তার আগের দল পেশোয়ার জালমি। আর মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে রেখেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সাকিব-রিয়াদকে ধরে রাখলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে পেশোয়ার।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৭
এমআরপি