ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপা মিশনে মাশরাফির রংপুরের জয়ে ‍শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
শিরোপা মিশনে মাশরাফির রংপুরের জয়ে ‍শুরু ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয় দিয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা মিশন শুরু করলো মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে টপকে যায় রংপুর।

শনিবার (৪ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট টি-২০ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দু’টি ম্যাচেই টার্গেট চেজ করে জিতলো টস জিতে ফিল্ডিংয়ে নামা দল। দুপুরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিবের ঢাকা ডায়নামাইসকে স্রেফ উড়িয়ে দেয় নাসিরের সিলেট সিক্সার্স।

১৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শিবির।

ম্যাচ সেরা ইংল্যান্ডের রবি বোপারা ২৩ বলে ৩৯ ও শ্রীলঙ্কান থিসারা পেরেরা ১২ বলে ২০ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতার আগে ১৫ রানে মধ্যে দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস (৯) ও বোপারার স্বদেশী অ্যাডাম লিথকে (০) হারানোর ধাক্কা সামলে রংপুরের রানের চাকা সচল রাখেন মোহাম্মদ মিথুন (৪৬) ও শাহরিয়ার নাফিস (৩৫)। ১টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস ও জেমস ফ্রাঙ্কলিন।

খেলা শুরুর আগেই ক্রিকেটারদের উৎসাহ জোগাতে স্টেডিয়ামে উপস্থিত হন রংপুর রাইডার্সের কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

রংপুর রাইডার্সের কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান (ডান থেকে দ্বিতীয়) / ছবি: আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কমটস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে মুশফিক-স্যামির রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান আসে ইংলিশ তারকা লুক রাইটের ব্যাট থেকে।

অধিনায়কের দায়িত্ব পালন করা ক্যারিবীয় ড্যারেন স্যামি ২৯ রান (১৮ বল) করেন। মুশফিকুর রহিম ১১ রানে সাজঘরে ফেরেন। ২৬ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন।

ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ‘নড়াইল এক্সপ্রেস’। ২০ রানে ২ উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম। ৩৪ রান খরচায় ২টি উইকেট শিকার করেন লাসিথ মালিঙ্গা। ১ ওভার বোলিং করে ৫ রানে এক উইকেট লাভ করেন সোহাগ গাজী।  রুবেল হোসেনের শুরুটা ভালো হলো না। ৪৩ রানের খরুচে বোলিংয়ে উইকেটশূন্য থাকেন জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার।

রাজশাহীর ইনিংসে রানআউট হন দু’জন। ফরহাদ রেজা (০) ও ছোটখাট ঝড়ো ইনিংস খেলে দলীয় সংগ্রহ দেড়শ’ পার করে শেষ বলে বিদায় নেন মিরাজ (৫ বলে ১৫)।

ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিনবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফির হাতে এবার তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্সের নেতৃত্বভার। কোচ টম মুডির শিষ্যদের শুরুটা হলো প্রত্যাশিত জয়ে। একই ভেন্যুতে বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে তারা। প্রতিপক্ষ সৌম্য সরকারের চিটাগং ভাইকিংস। সন্ধ্যা ৭টায় শুরু সিলেট সিক্সার্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের ম্যাচ দিয়ে শেষ হবে বিপিএলের এবারের আসরে ৮ ম্যাচের সিলেট পর্ব।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ৪ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।