আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার সাদিরা সামারা ১৩ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে করেন ৫১ রান। এক পঞ্জিকাবর্ষে এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করা এই ওপেনার ১৪৭ বল খেলে ছয়টি বাউন্ডারিতে তার ইনিংসটি সাজান।
অ্যাঞ্জেলো ম্যাথিউজের ব্যাট থেকে আসে ১০ রান। হাফ-সেঞ্চুরির দেখা পান দলপতি দিনেশ চান্দিমাল। ১২২ বলে চারটি চার আর একটি ছক্কায় তিনি করেন ৫৭ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়েলা ২৪ রানে বিদায় নেন। এছাড়া, দাসুন শানাকা ২, দিলরুয়ান পেরেরা ১৫, রঙ্গনা হেরাথ ৪, সুরাঙ্গা লাকমল ১৭ রান করেন।
ভারতীয় পেসার ইশান্ত শর্মা তিনটি উইকেট দখল করেন। রবীচন্দ্রন অশ্বিন চারটি আর রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পান।
ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার লোকেশ রাহুল ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন। আরেক ওপেনার মুরালি বিজয় ২ রানে এবং তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৭
এমআরপি