ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

ক্রিকেট

‘অধিনায়ক’ কোহলি সবাইকে টপকে গেলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, নভেম্বর ২৬, ২০১৭
‘অধিনায়ক’ কোহলি সবাইকে টপকে গেলেন ছবি: সংগৃহীত

নাগপুর টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি। আগের টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড স্পর্শ করেছিলেন। আর এই টেস্টে সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দুটি রেকর্ডের জন্ম দিলেন।

রোববার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টের তৃতীয় দিন সকালে সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। আগের টেস্টে কলকাতায় সেঞ্চুরি করে ভারতীয় সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের ১১ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছিলেন।

নাগপুরের সেঞ্চুরি এই পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)। এককভাবে অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন কোহলি। আগের টেস্টের সেঞ্চুরিতে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড। এবার ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ভারতের হয়ে ১৯ সেঞ্চুরিতে কোহলির অবস্থান দ্বিতীয়। ৮৫ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করেছিলেন গাভাস্কার। ১০৪ ইনিংসে করলেন কোহলি, টেন্ডুলকারের লেগেছিল ১০৫ ইনিংস।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।